ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষ: রাতে পাল্টাপাল্টি তীব্র হামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২১, ০৯:১২ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:১১

গাজা উপত্যকায় রাতভর হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। মঙ্গলবার (১৮ মে) রাতে দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং রাফাহ শহরে ৬০টি বিমান হামলা চালায় দখলদার বাহিনী। খবর আল-জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় একজন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮ জন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলকে লক্ষ্য করে ইতোমধ্যে অসংখ্য রকেট ছুঁড়েছে ফিলিস্তিন।

এক সপ্তাহের বেশি সময় ধরে চলে আসা রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ২১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬৩টি শিশুও রয়েছে। আহত হয়েছেন অন্তত দেড় হাজার মানুষ। এছাড়া, ২ শিশুসহ ১২ ইসরাইলি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০০ জন।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুসালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরকে সংযুক্ত করে। তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কখনও স্বীকৃতি পায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত