ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মেহেরপুরে প্রতিবাদী মানববন্ধন
প্রকাশ: ১৯ মে ২০২১, ১৯:২৭ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮
মেহেরপুরে বুধবার বিকালে প্রেস ক্লাবের সামনে “এখনই বন্ধ করো মানব হত্যার মহা উল্লাস” এই শ্লোগানের মধ্য দিয়ে প্রতিবাদী নাগরিক সমাজ এর আয়োজনে ইসরাইলের আগ্রাসন ও ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদী মানববন্ধন করা হয়েছে।
প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রতিবাদী নাগরিক সমাজের আয়োজক নিশান সাবের, অরিণি থিয়েটারের সাধারণ সম্পাদক আতিক স্বপন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, মেহেরপুর জেলা রংতুলি সমিতির সভাপতি আবু সুফিয়ান। এসময় মেহেরপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রতিবাদী মানববন্ধনে অংশগ্রহণ করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত