ফিলিস্তিনিদের আশ্রয় দেবে না মিসর এবং জর্ডান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৩১ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে ঘরবাড়ি হারানো বাস্তুহারা ফিলিস্তিনিদের আশ্রয় দেবে না মিসর এবং জর্ডান। বুধবার কায়রোতে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

দু’দেশের দুই শীর্ষ নেতার বৈঠকের পর মিসরের প্রেসিডেন্টের কার্যালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার কায়রোতে এক সংবাদ সম্মেলনে মিসরের প্রেসিডেন্টের ওই মুখপাত্র বলেন, ‘আজকের বৈঠকে দুই নেতা এই মর্মে একমত হয়েছেন যে গাজায় যে যুদ্ধ চলছে— তা কেবল কোন দেশ বা ভৌগলিক অঞ্চলের নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি সমস্যা এবং এই সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।’

‘পাশাপাশি গাজায় উদ্বাস্তু ফিলিস্তিনিদের নিজ দেশে আশ্রয় না দেওয়ার ইস্যুতেও ঐকমত্যে পৌঁছেছেন দুই নেতা। সেই সঙ্গে দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তৎপর হওয়ার আহ্বানও জানিয়েছেন।’

গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এই নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু,অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী এবং বয়স্ক লোকজন।

সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৫৪ হাজার ৯৬৮ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৭০০ জন।। এছাড়া হাজার হাজার পরিবার বাড়িঘর-সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে।

অন্যদিকে, হামাসের গত ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি, ইসরায়েলের ভূখণ্ড থেকে ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের সেদিন জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল হামাস যোদ্ধারা।

এই জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ জন। বাকি ১৩৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন; এবং রয়েছেন শিশু, নারী, তরুণ-তরুণী এবং বৃদ্ধ-বৃদ্ধা— সব বয়সী মানুষ।

টানা দেড় মাস ভয়াবহ যুদ্ধ শেষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে নতিস্বীকার করে গত ২৫ নভেম্বর অস্থায়ী বিরতি ঘোষণা করে হামাস-ইসরায়েলি বাহিনী। পরে ১ ডিসেম্বর দু’পক্ষের পারস্পরিক হামলার শুরুর মধ্যে দিয়ে শেষ হয় সেই বিরতি।

৭ দিনের অস্থায়ী বিরতির সময় নিজের কব্জায় আটক জিম্মিদের মধ্যে থেকে ১১৮ জনকে মুক্তি দিয়েছে হামাস; বিপরীতে এই সময়সীমায় ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে ১৫০ জন ফিলিস্তিনি বন্দিকে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, এখনও হামাসের কব্জায় রয়েছেন অন্তত ১২৯ জন জিম্মি। কীভাবে তাদের মুক্ত করা হবে, তা এখনও পরিষ্কার নয়।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত