ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৪, ১১:৪৩ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:২১

ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে। 

ইউএসজিএস জানিয়েছে, মিন্দানাও দ্বীপের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ- পূর্বে ৭০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা এবং ফিলিপাইনের সিসমোলজিক্যাল এজেন্সি অনুসারে জানা যায়, এ ভূমিকম্প থেকে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

সারাঙ্গানি প্রাদেশিক পুলিশ অফিসের চিফ মাস্টার সার্জেন্ট ইয়ান রায় বালান্দান বলেছেন, ঈশ্বরের রহমতে এই ভূমিকম্প  আমাদের প্রদেশে এতটা শক্তিশালীভাবে আঘাত করেনি।

বালান্দান এএফপিকে বলেন, অবকাঠামো বা ঘরবাড়িতে কোনো হতাহতের বা ক্ষতির খবর পাওয়া যায়নি। সারঙ্গানির দুর্যোগ কর্মকর্তা হারলি সাউরো বলছেন, ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ার কারণে ভূমিকম্প ফিলিপাইনে আঘাত হানে।  গত মাসে, মিন্দানাওতে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, সংক্ষিপ্তভাবে সুনামির সতর্কতাও জারি করা হয়। এতে অন্তত তিনজনের প্রাণহানি ঘটে।

 

সান 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত