ফিফা বিশ্বকাপের ফাইনালে উপস্থিত হবেন শাহরুখ খান
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ১২:৩১ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬
ফিফা বিশ্বকাপ ২০২২-এর কাঙ্ক্ষিত ফাইনাল ঘনিয়ে এসেছে। ইতোমধ্যে আর্জেন্টিনা এবং ফ্রান্স ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী ১৮ ডিসেম্বর কাতারের অপূর্ব লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’র জমকালো ফাইনাল।
এই বিশেষ ম্যাচে আরও একটি চমক থাকছে। লুসাইল স্টেডিয়ামে হাজির হবেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শোনা যাচ্ছে, নিজের নতুন সিনেমা ‘পাঠান’-এর প্রচারণার জন্যই সেখানে উপস্থিত থাকবেন তিনি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচের আগে স্পোর্টস ১৮ চ্যানেলের অনুষ্ঠানে বিশেষ ভিডিও বার্তা দেন শাহরুখ খান। লুসাইল স্টেডিয়ামের বিশেষত্ব জানিয়ে তিনি বলেন কেন লিওনেল মেসির মতো তারকাও এই স্টেডিয়ামকে পছন্দ করেন।
অনুষ্ঠানের ভিডিও ক্লিপটি শেয়ার করা হয়েছে শাহরুখ খানের ভ্যারিফায়েড ফ্যানপেজ ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’ থেকে। সেখানেই বলা হয়েছে, বিশ্বকাপের ফাইনালে ‘পাঠান’-এর প্রচারে হাজির হবেন কিং খান। যদিও শাহরুখের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও স্পষ্ট ঘোষণা আসেনি। তবে এই পেজের পোস্টটিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না; কেননা পেজটির ফলোয়ারের তালিকায় আছেন খোদ শাহরুখ খানও!
কয়েক দিন আগেই শোনা গেছে, এবারের বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা পাড়ুকোন। যিনি ‘পাঠান’-এর নায়িকা। এ কারণে শাহরুখের উপস্থিতির সম্ভাবনা আরও গাঢ় হয়েছে। এখন দেখার অপেক্ষা, শাহরুখ-দীপিকা সত্যিই লুসাইল স্টেডিয়ামে বিশেষ চমক হিসেবে হাজির হন কিনা।
প্রসঙ্গত, দীর্ঘ চার বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এ শাহরুখ-দীপিকার সঙ্গে আছেন জন আব্রাহাম। এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকেও। আগামী ২৫ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।
এ উপলক্ষে গত সোমবার (১২ ডিসেম্বর) প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম গান ‘বেশরম রঙ’। প্রকাশের পর থেকেই এটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। যদিও গানের ‘বিটস চুরি’র অভিযোগের সঙ্গে দীপিকার পোশাক নিয়েও হচ্ছে সমালোচনা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত