ফিফা ফাইনাল উপলক্ষে কনসার্ট
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ১২:৪৬ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬
পুরো বিশ্বের মতো বাংলাদেশও মেতে আছে ফিফা বিশ্বকাপ নিয়ে। আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ম্যাচগুলোতে রীতিমতো উৎসবের আমেজ বইছে শহর থেকে গ্রাম, সবখানে। যদিও ব্রাজিল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। তবে দেশে বিশ্বকাপ উন্মাদনা ধরে রেখেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দল এখন ফাইনালে।
সেই ফাইনাল ম্যাচ ঘিরেই বিশেষ আয়োজন করছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। যে আয়োজনে থাকছে বড় পর্দায় ফাইনাল ম্যাচটি প্রদর্শনের পাশাপাশি কনসার্ট। আগামী ১৮ ডিসেম্বর বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠিত হবে এটি। অনুষ্ঠানটি বাস্তবায়নে থাকছে স্কাই ট্র্যাকার লিমিটেড।
কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি হবে ১৮ ডিসেম্বর রাতে। তবে এর আগেই সম্পন্ন হবে কনসার্ট। এতে পারফর্ম করবে জনপ্রিয় ছয়টি ব্যান্ড। এগুলো হলো- ওয়ারফেজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, নেমেসিস, এভোয়েড রাফা ও ক্যালিপ্সো।
আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনসার্ট ও খেলা প্রদর্শনীর জন্য আইসিসিবি এক্সপো জোনের গেইট ওপেন হবে দুপুর ২টায়। এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে সংগ্রহ করতে হবে টিকিট, যেটার দাম ৩০০ টাকা। তবে বাংলালিংক ব্যবহারকারীরা ৫০ শতাংশ ছাড়ে ক্রয় করতে পারবেন। টিকিট পাওয়া যাবে গেট সেট রক-এ। অনুষ্ঠানটির পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে বিকাশ। ব্রডকাস্টিং পার্টনার টি-স্পোর্টস।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত