ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
প্রকাশ: ২১ মে ২০২২, ১৩:৩৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২
রাশিয়ার গ্যাজপ্রম শনিবার প্রতিবেশী ফিনল্যান্ডে গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে। ফিনিশ গ্যাস সিস্টেম অপারেটর বলেছে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে জ্বালানির অর্থ পরিশোধ সর্বশেষ বিরোধের জেরে এমন পদক্ষেপ নিয়েছে রাশিয়া।
ফিনল্যান্ডের গ্যাসগ্রিড এক বিবৃতিতে বলেছে, ইমাট্রা এন্ট্রি পয়েন্টের মাধ্যমে গ্যাস আমদানি বন্ধ করা হয়েছে। এই ইমাট্রা পয়েন্ট দিয়েই ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ করে রাশিয়া। খবর আল আরাবিয়া নিউজের।
ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাসের পাইকারি বিক্রেতা গাসুম শুক্রবার জানায়, গ্যাজপ্রম সতর্ক করেছে যে শনিবার সকালে গ্রিনিচ মান সময় ৪টা গ্যাস থেকে প্রবাহ বন্ধ করা হবে।
গ্যাজপ্রম এক্সপোর্ট দাবি করেছে যে, ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু হওয়ার পর ইউরোপীয় দেশগুলো মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর জবাবে কেবল রুবলেই ইউরোপীয় দেশগুলোকে জ্বালানি সরবরাহের ঘোষণা দেয় রাশিয়া। তবে ফিনল্যান্ড জানায়, তারা রুবল গ্যাস কিনবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত