ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে নানা আয়োজন
প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ১৯:২২ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:০৩
নানা আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে সপ্তাহব্যাপি এই কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল। এসময়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মোঃ গোলাম সরোয়ার, সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে একটি যান্ত্রিক র্যা লী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে র্যা লিটি শেষ হয়। র্যা লী থেকে আগুন নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা ও মোংলা ইপিজেড ফায়ার স্টেশনের পক্ষ থেকে র্যা লী ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মোঃ গোলাম সরোয়ার বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উপলক্ষে বাগেরহাটে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। উদ্বোধনী দিনে আমরা র্যা লী ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছি। সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানে সচেতনতা মূলক কার্যক্রম, মহোড়া পরিচালনা ও শিল্প প্রতিষ্ঠান-কলকারখানা পরিদর্শণের পরিকল্পনা রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত