ফাইনালে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫

 যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ২০০ রান পার করা নিয়েই ছিল শঙ্কা। পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট উপহার দিলেও ফাইনালে ভালো খেলা দেখাতে পারেনি যুবরা। ভারতের বিপক্ষে ৪৯.১ ওভারে ১৯৮ রানেই তারা অলআউট হয়েছে।  

দুবাইয়ে টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুটা খারাপও ছিল না। ৬৬ রানে ৩ উইকেট হারালে চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে ভালো পর্যায়ে নিয়ে গিয়েছিলেন শিহাব জেমস ও রিজান হাসান। ৬২ রানের জুটি গড়েন তারা। জেমস ৬৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪০ রানে ফিরতেই ঘটে ছন্দপতন। দ্রুত সময়ে উইকেট হারাতে থাকলে ১৬৭ রানেই পতন হয় অষ্টম উইকেটের। সব ব্যাটিং বিপর্যয়েই নাকি একটা করে রানআউট থাকে। ক্রিকেটের সেই অলিখিত নিয়ম মেনে ১৬৫ রানের মাথায় রান আউটের শিকার হন সামিউন বশির।

রিজান হাসান ষষ্ঠ উইকেট হিসেবে ৬৫ বলে ৩ চারে সর্বোচ্চ ৪৭ রানে ফিরেছেন। তখন দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু নবম উইকেটে ফরিদ হাসান ও মারুফ মৃধার ৩১ রানের জুটিতে স্কোর দুইশর কাছাকাছি গেছে। ফরিদ ৪৯ বলে ৩ চারে ৩৯ রানে ফিরতেই ১৯৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। মারুফ ১১ রানে অপরাজিত ছিলেন।   

শেষ পর্যন্ত বাংলাদেশ থেমেছে ১৯৭ রানে। ভারতের হয়ে যুদ্ধিত গুহ, চেতন শর্মা এবং হার্দিক রাজ পেয়েছেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট গিয়েছে কিরণ, কেপি কার্তিকেয়া এবং আয়ুশ মহাত্রে। 

অল্পতে গুটিয়ে গেলেও বাংলাদেশকে প্রেরণা জোগাতে পারে গত আসরের সেমিফাইনাল। গত আসরে ভারতকে হারিয়েই বাংলাদেশ শিরোপা মঞ্চে পৌঁছেছিল। 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত