সাফ নারী চ্যাম্পিয়নশিপ

ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ আজ

  স্পোর্টস ডেস্ক    

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১৩:৩০ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ২০:৪২

সাফ নারী চ্যাম্পিয়নশিপে একটু পর ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।  প্রতিপক্ষ ভুটান। এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছেন দলের ইংলিশ কোচ পিটার বাটলার। 

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে চোটের কারণে আগের ম্যাচে গোলদাতা শামসুন্নাহার জুনিয়র নেই।  তার জায়গায় সাগরিকা শুরু থেকে খেলবেন।এছাড়া অন্যরা আগের ম্যাচে খেলেছেন। 

ভুটানের সঙ্গে এ পর্যন্ত ৬ বার দেখা হয়েছে বাংলাদেশের।প্রতিবারই জিতেছে বাংলাদেশ। এর মধ্যে সাফেই দেখা হয়েছে ৪ বার। বাকি দুটি ম্যাচ ছিল ফিফা ফ্রেন্ডলি।

ম্যাচের আগে মিডফিল্ডার  মারিয়া বললেন, 'এই ভুটান আর আগের মতো নেই। অনেক তফাৎ। তারা এবার অনেক উন্নতি করেছে। এবার তাদের নিয়ে সতর্ক আমরা।'

বাংলাদেশের  একাদশ : রুপনা চাকমা, আফঈদা খন্দকার, মাসুরা পারভীন, শিউলী আজিম, সাবিনা খাতুন,  শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, সাগরিকা  ও তহুরা খাতুন।  

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত