প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, রুশ হামলার প্রথম দিনে ইউক্রেনে নিহত ১৩৭
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২২ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে প্রথম দিন সেনা সদস্য ও বেসামরিক মানুষ মিলে মোট ১৩৭ নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া আহত হয়েছে ৩১৬ জন। বৃহস্পতিবার দিন দেশে এই তথ্য জানান জেলেনস্কি। নিহতদের ‘জাতীয় বীর’ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বিসির প্রতিবেদন।
এদিকে, একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, “রুশ সেনারা আমাকেই এক নম্বর টার্গেট বানিয়েছে। এরপর দ্বিতীয় টার্গেট আমার পরিবার।” ভিডিও বার্তাটি ইউক্রেনের গণমাধ্যমে প্রচারিত হয়।
জেলেনস্কি বলেন, “আমি রাজধানী কিয়েভের সরকারি কোয়ার্টারেই আছি। আমার পরিবারও ইউক্রেনেই আছে।” তবে তার অবস্থান সম্পর্কে এর চেয়ে বেশি কিছু বলেননি জেলেনস্কি।
এ সময় জেলেনস্কি সতর্ক করে বলেন, “ইউক্রেনীয় কর্মকর্তাদের কাছে তথ্য আছে যে শত্রুদের নাশকতাকারী গ্রুপ ইতোমধ্যে কিয়েভে পৌঁছে গেছে।”
তবে নাশকতাকারী ওই গ্রুপগুলো সম্পর্কে বিস্তারিত কিছুই বলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের ঘোষণা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট ১৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত