প্রেমিকার সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২১, ২২:০১ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪০

কাউনিয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কলেজ মাঠে প্রেমিকা কে ডেকে এনে তার সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় প্রেমিক সাব্বির হোসেন (২২) নামের এক যুবক। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ধীন অবস্থায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে।

পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের ছাইদুর রহমানের কলেজ পড়ুয়া পুত্র সাব্বির রহমানের সাথে একই কলেজ পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ নয় মাস ধরে চলে সে প্রেম। মেয়ের অভিভাবক বিষয় টি জানতে পেরে মেয়ে কে অন্যত্র বিয়ে দেওয়ার কথা-বার্তা চালায়। এ সংবাদ গোপনে জানতে পেরে প্রেমিক সাব্বির হোসেন কৌশলে প্রেমিকা কে স্থানীয় কলেজ মাঠে দেখা করার জন্য ডেকে আনে। মেয়ে কে ওই যুবক পালিয়ে গিয়ে বিয়ে করার প্রস্তাব দেয়। মেয়ে এতে অস্বীকৃতি জানায়। দু'জনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্য্যায়ে মেয়ে কে রাজি করাতে না পেরে বোতলে রাখা কেরোসিন গায়ে ঢেলে শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। মাঠের পাশ দিয়ে যাতায়াত কারী স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে আহত অবস্থায় উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করায়। ওই প্রেমিক যুবক করোনা কালীন সময়ে কলেজ বন্ধ থাকায় ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকুরী করছে। প্রেমিকের বিষয়ের খবর শুনে বাড়িতে এসে এ ঘটনা ঘটায়। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত