প্রিয় সহযোদ্ধা হৃদয় মন্ডলের মুক্তির জন্য 

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ৮ এপ্রিল ২০২২, ১১:১৫ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯

আলতাফ হোসেন উজ্জল
--------------------------------

 

সুস্থতা ও সুখ, মানসিক
ভারসাম্যে একটি অবস্থা,
ইন্দ্রিয় দ্বারা উৎপাদিত, 
যার স্পর্শ, স্বাদ দ্বারা তৃপ্তি,
দৃষ্টি, শ্রবণ এবং গন্ধ পছন্দসই।

সুস্থতা ও সুখ মনের দিব্যরথ, 
যা সামাজিক মিথস্ক্রিয়া দ্বারা 
উৎপাদিত, স্নেহ, উদ্দীপনা,
সহানুভূতি এবং দেশপ্রেম,
প্রেরণায় মনোবল ফিরে আসা!
বুদ্ধিবৃত্তিক ভিশনটাই 
ভবিষ্যৎকে আশ্রয় করে,গড়ে
উঠে নগর, বন্দর শিল্প সংস্কৃতি 
সভ্যতা;
শিল্পের প্রশংসা থেকে
সাহিত্য সংস্কৃতির প্রভাবে  
চিরজাগ্রত ভাস্কর চিরন্তন
 বাকস্বাধীনতা। 
অ্যাওয়ার্ড বিজয়ী জন্য নয়!
লিখতে মন ছুয়ে যাওয়া গান, 
লিখতে না পারাটা , সুন্দরের
 বুদ্ধিবৃত্তিক পূজাকে নষ্ট করা!
যেন উচ্চস্তরে উৎপাদিত 
পণ্যের বাজারের  ডাষ্টবিনে 
ফেলে দেওয়া।
নিবেদনে, আত্মত্যাগে,সেবাও
ভক্তিমূলক,বিজ্ঞান যা-ই হোক
কিংবা নির্ভরশীল বংশোদ্ভূত
 পারিবারিক তন্ত্র, সেটা
চিরস্থায়ী কল্যানকর নয়! 
এটাই হয়তো পোশাক 
 পরিচ্ছদে আদ্রতাশূন্য
নয়তো অস্তিত্বের লড়াই!

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত