প্রিমিয়ার লিগে মোহামেডানে যেকোনও পজিশনে খেলতে রাজি সাকিব
প্রকাশ: ৩০ মে ২০২১, ১১:৫১ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:১০
শ্রীলঙ্কা সিরিজ শেষ। তাই বলে অবকাশ যাপনের সুযোগ নেই। শুরু হয়ে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ব্যস্ততা। ৩১ মে থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতাটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আকর্ষণও তাই একটু বেশি। এবার সাকিব আল হাসান খেলবেন মোহামেডানের হয়ে। ক্লাবটির জার্সি উন্মোচন অনুষ্ঠান হয়ে গেলো এই তারকাকে মধ্যমণি করেই।
প্রিমিয়ার লিগে এবার ট্রফি লড়াইয়ের দল গড়েছে মোহামেডান। সাকিবের দলে থাকাই বড় প্রমাণ। এই অলরাউন্ডার দলের শিরোপা প্রত্যাশা ও নিজের ব্যক্তিগত লক্ষ্যের কথা শুনিয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন, দলের প্রয়োজনে যেকোনও পজিশনে ব্যাট করতে সমস্যা নেই তার।
রাজধানীর একটি হোটেলে জার্সি উন্মোচন অনুষ্ঠানে ব্যাটিং পজিশন নিয়ে সাকিব বলেছেন, ‘দেখা যাক, যেটা দলের জন্য ভালো হয়, সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ। তার জন্য তিন-চার-পাঁচ-ছয় বা শেষ দিকে ব্যাটিং পেলেও আমার কোনও সমস্যা নেই।’
লিগে মোহামেডানের লক্ষ্য কী? সাকিব বললেন, ‘লক্ষ্য তো অবশ্যই থাকবে যেন তালিকার ওপরে থাকতে পারি। কিন্তু লিগটা আসলে অনেক বড়। এখানে ম্যাচ বাই ম্যাচ যাওয়াটাই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম লক্ষ্য প্রথম ম্যাচটা জেতা। যেহেতু একের পর এক খেলা এবং টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। সো আমরা যদি প্রথম ম্যাচেই ধারাবাহিকতাটা পেয়ে যাই এবং এটা ধরে রাখতে পারলে ভালো হবে।’
সঙ্গে যোগ করলেন, ‘যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেট, এখানে বড় দল, ছোট দল খুব একটা পার্থক্য রাখে না। দিনে যে ভালো খেলবে সেই জিতবে। তো সেই জায়গা থেকে ধারাবাহিকতা পাওয়া খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে আমরা যেন প্রথম ম্যাচেই ধারাবাহিকতা পেয়ে যাই এবং সেটা ধরে রাখতে পারি।’
দীর্ঘদিন ধরে ফুটবল বা ক্রিকেট, কোথাও সাফল্য নেই মোহামেডানের। তবে শিগগিরই ব্যর্থতা কাটিয়ে আবার মোহামেডানে উৎসবের প্রত্যাশা সাকিবের, ‘অবশ্যই মোহামেডানের মতো ক্লাবের জন্য (ট্রফি জিততে না পারা) হতাশাজনক ব্যাপার। কিন্তু আমি নিশ্চিত কমিটিতে যারা নতুন এসেছেন, তারা সাধ্যমতো চেষ্টা করবেন এ বছর এবং এখন থেকে প্রতি বছর যেন ট্রফি আনতে পারে। শুধু ক্রিকেটে নয়, অন্য যে খেলাগুলোতে অংশ নেয়, সবগুলোতে। ট্রফি জেতার ইচ্ছা তাদের থাকবে।’
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আবাহনী-মোহামেডানের দ্বৈরথ অন্যরকম অর্থ বহন করে। আগের সেই উত্তেজনা নেই সত্যি, তবে এখনও অনেকেই অপেক্ষায় থাকেন চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটির লড়াই দেখার। সাকিব সেটা জানেন। তবে শুধু আবাহনী নয়, সব দলকে সমানভাবে দেখতে চান তিনি, ‘আমি নিশ্চিত শুধু আমি না, ক্লাবের যত সমর্থক আছে, কর্মকর্তারা আছে, তারা সবাই ওই ম্যাচটি নিয়ে আগ্রহী। কিন্তু ক্রিকেটারদের কাছে গুরুত্বপূর্ণ হলো প্রতি ম্যাচে ২টি করে পয়েন্ট। সেটা আমি আবাহনীর সঙ্গে খেলছি না পারটেক্সের সঙ্গে, সেটা বিষয় না। আমাদের টার্গেট হলো ২ পয়েন্ট। আমরা এই মানসিকতা সব সময় রাখতে চাই।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত