প্রার্থিতা বাতিল হচ্ছে সাদিক-শাম্মীর, বৈধ রয়েছে শামীম হকের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৪, ১১:১৪ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:০৮

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল-৪ আসনে আলোচিত আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত আপিল বিভাগও বহাল রেখেছেন। ফলে তাঁরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না। তবে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী একে আজাদ। পরে শুনানি শেষে ১৫ ডিসেম্বর শামীম হকের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। শামীম হক এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে ১৮ ডিসেম্বর তা খারিজ করে দেন হাইকোর্ট। পরে ১৯ ডিসেম্বর আপিল বিভাগে প্রার্থিতা ফেরত চেয়ে আবেদন করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেন। পরে এর বিরুদ্ধে ফের আপিল করেন একে আজাদ।

এদিকে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল জাহিদ ফারুক। এবং  শাম্মী আহমেদের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথ।  

বরিশাল-৪ আসনে নৌকার প্রার্থী শাম্মী আহম্মেদ ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ পাল্টাপাল্টি আপিল করেছিলেন। শুনানিতে পঙ্কজের ভাগ্যে শিকে ছিঁড়লেও শাম্মী বাদ পড়ে গেলেন দ্বৈত নাগরিকত্বের কারণে। শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। সেটি ফিরে পেতে আপিল করেছিলেন তিনি। এছাড়া তথ্য গোপনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজের প্রার্থিতা বাতিলেরও আবেদন করেছিলেন তিনি। অন্যদিকে শাম্মীর প্রার্থিতা ঠেকাতে পঙ্কজের আবেদনে বলা হয়েছিল, অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা মনোনয়নপত্রে গোপন করেছিলেন নৌকার প্রার্থী।

আপিলে শাম্মীর দুটি আবেদনই না মঞ্জুর করে নির্বাচন কমিশন; টিকে যায় পঙ্কজের প্রার্থিতা।

 

সা/ই

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত