প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নির্বাচিতদের ডোপ টেস্ট করতে হবে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১০:২৯ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২৬

৩৭ হাজার ৫৭৪ প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এখন নির্বাচিত প্রার্থীরা নিয়োগপত্র পেতে কিছু নির্দেশনা মানতে হবে। 

ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতর সেসব নির্দেশনা দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো তাদের স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট ৩১ ডিসেম্বরের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়েছে।  নির্দেশনায় বলা হয়েছে, ‘নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ/প্রত্যয়ন ও ডোপ টেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। স্বাস্থ্যগত সনদে প্রার্থী কোনো দৈহিক বৈকল্যে ভুগছেন কিংবা উল্লিখিত পদে নিয়োগযোগ্য নয় মর্মে উল্লেখ থাকলে তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন না।’

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত