প্রাইভেটকার রেখে পালাল মাদক কারবারি 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১১:৩৬ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ২৩:১৭

কুমিল্লায় প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় পুলিশের ধাওয়ায় সেই প্রাইভেটকার এবং ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা ফেলে পালিয়ে গেছে অজ্ঞাত এক মাদককারবারি।

রোববার সন্ধ্যায় জেলার হোমনা থানার সিনাইয়া-পাড়ারবন সড়কের ওপর এ ঘটনা ঘটে। 

হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছিল হোমনা থানা পুলিশ। হঠাৎ একটি প্রাইভেট কার দূর থেকে ব্যাক গিয়ারে পেছন দিকে চলতে শুরু করে। পুলিশ ধাওয়া করলে প্রায় ৫০০ মিটার ব্যাকে গিয়ে গাড়িটি হঠাৎ ছিটকে পড়ে। এ সময় গাড়িতে থাকা দুজন গাড়ি থেকে নেমে গ্রামের ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করলে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার এবং সেই প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে হোমনা থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত