প্রস্তুতি আসে মাথা থেকে: জানালেন মাহমুদউল্লাহ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২ জুলাই ২০২২, ১১:৫৯ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২

প্রথম দুই টি-টোয়েন্টির ভেন্যু ডমিনিকায় বাংলাদেশ পৌঁছেছে ম্যাচের ৩৬ ঘণ্টা আগে। তাও আবার সেন্ট লুসিয়া থেকে আসার পথে কঠিন এক সমুদ্র যাত্রা পাড়ি দিতে হয়েছে ক্রিকেটারদের।

আগে অবশ্য ড্যারন সামি ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন টি-টোয়েন্টি দলের সদস্যরা। ম্যাচের ভেন্যু ডমিনিকায় পৌঁছে অনুশীলন করা গেছে কেবল একদিন। টেস্ট খেলা বেশ কয়েকজন ক্রিকেটারও আছেন টি-টোয়েন্টি দলে। প্রস্তুতিটা কি ঠিকঠাক হলো? অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানালেন, প্রস্তুতিটা আসে মাথা থেকে।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় প্রস্তুতির ব্যাপারটা মাথা থেকে থেকে আসে। এটাই আমি ফিল করি। টি-টোয়েন্টিতে ম্যাচে সময় অনেক কম। তাই আপনার কন্ডিশনের ব্যাপারে ভালো ধারণা থাকতে হবে। খেলাতেও সেটা প্রয়োগ করতে হবে। ’

শনিবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিয়ে রিয়াদ বলেছেন, ‘আমার মনে হয় আমাদের বার্তা থাকবে ইতিবাচক ও আক্রমণাত্মক থাকা। আর চ্যালেঞ্জগুলোকে উতরে যাওয়ার চেষ্টা করা। ’

টেস্ট সিরিজ একদমই ভালো কাটেনি বাংলাদেশের। দুই ম্যাচেই নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি সফরকারীরা। এ নিয়ে চারদিকে সমালোচনারও কমতি নেই। তবে লাল বলের ক্রিকেটকে একপাশে সরিয়ে রেখেই তারা টি-টোয়েন্টি খেলবেন বলে জানিয়েছেন রিয়াদ।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় এটা আলাদা বলের খেলা। সাদা আর লাল বল আলাদা। লাল বলের জিনিসগুলো এক পাশে সরিয়ে রেখে চেষ্টা করছি টি-টোয়েন্টিগুলোর দিকে নজর দিতে। একই সঙ্গে বিশ্বকাপের জন্যও প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে খেলতে পারা। আমরা এটার দিকে তাকিয়ে আছি। ’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত