প্রস্তাবিত চীনের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের দাবিতে পঞ্চগড়ে প্রতীকি অনশন

  পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৮:৫৬ |  আপডেট  : ৪ মে ২০২৫, ০০:০৭

 চীনের অর্থায়নে দেশের উত্তরবঙ্গে প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে নির্মাণের দাবিতে প্রতীকি  অনশন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২২এপ্রিল) সকালে বাংলাবান্ধা- ঢাকা সড়কে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওই কর্মসূচি পালন করা হয়েছে।

পঞ্চগড়ের ভূক্তভোগী জেলাবাসি ও হোটেল রেঁেস্তারা শ্রমিক ইউনিয়ন এবং জেলা হকার্স সমিতি যৌথ আয়োজনে কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবি ফোরামের সংগঠক অ্যাডভোকেট আহসান হাবিব, ছাত্র বৈষম্য আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি , হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, রিকসা ভ্যান ইউনিয়নের সভাপতি তমিজ উদ্দীন,হকার্স সমিতির সভাপতি  সুজন, সাধারন সম্পাদক খোকা প্রমূখ।

বক্তারা বলেন,  আমরা পঞ্চগড়বাসি বার বার বৈষষ্য আর বঞ্চিতের শিকার হচ্ছি। এখানে একটি চীনের উদ্যোগে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের লক্ষ্যে জমিতে ভিত্তি সহ জমি প্রস্তুত করা হয়েছে।  বর্তমান অর্ন্তবর্তী সরকারের সময় চীন সরকার উত্তরবঙ্গে একটি ১ হাজার শযার মেডিকেল কলেজ ও হাসহাপাতাল নিমার্ণের উদ্যোগ নিয়েছে। এটি পঞ্চগড়ে কেনা করা হবেনা ‘ তা আমরা বুজতে পারছিনা। আমরা এখনো অবহেলিত জেলার নাগরিক হিসেবে রয়ে গেছি।

বক্তারা বলেন আমরা স্বাধীনতা ৫৪ বছরেও কোন উন্নয়ন দেখতে পাইনি। কোন সরকার পঞ্চগড় জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল নেই সেদিকে নজর দেইনি। অবহেলিত এ অঞ্চলের ৯০ ভাগ মানুষ গরীব ও দরিদ্র । আমাদের চিকিৎসা নিতে হলে দিনাজপুর, রংপুর যেতে হয়। যেতে যেতে অনেক রোগি বিনা চিকিৎসায় রাস্তায় মৃত্যু বরণ করেন। আমরা শুনেছি  চীনের ওই মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর রংপুর অঞ্চলে নির্মাণ করা হবে। এ সিদ্ধান্ত আমরা মানবোনা। কারণ রংপুর দিনাজপুরে মেডিকেল কলেজ রয়েছে। অথচ আমাদের বঞ্চিত করে এমন সিদ্ধান্ত আমরা মানিনা। আমরা প্রধান উপদেষ্টাকে জানাতে চাই আপনি অবহেলিত পঞ্চগড়ের মানুষের কথা চিন্তা করে পঞ্চগড়ে চীনের মেডিকেল কলেজটি স্থাপণ করুন।যদি পঞ্চগড়ে চীনের মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহন করবো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত