প্রয়াত বলিউডের প্রবীণ অভিনেতা অরুণ বালি
প্রকাশ: ৭ অক্টোবর ২০২২, ১১:০০ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪
বলিউডের প্রবীণ অভিনেতা অরুণ বালি আর নেই। থ্রি ইডিয়টসসহ বহু হিন্দি ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি।শুক্রবার (৭ অক্টোবর) ভোরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা।তার বয়স হয়েছিল ৭৯ বছর।দীর্ঘদিন ধরে তিনি স্নায়ুজনিত বিরল রোগে ভুগছিলেন। অরুণের মৃত্যুতে শোকাহত তার পরিবার, কাছের বন্ধু ও সহকর্মীরা।
‘কেদারনাথ’, ‘পানিপথ’, ‘রেডি’, ‘জমিন’- এমন অনেক ছবিতে তাকে দেখা গেছে। যে কোনো ভূমিকায়ই তার সাবলীল অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। চলতি বছরের প্রথমদিক থেকে শরীর ভালো যাচ্ছিল না এ অভিনেতা। জানুয়ারিতে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি। শেষবার তাকে দেখা গিয়েছিল আমির খান অভিনীত ও প্রযোজিত ‘লাল সিং চাড্ডা’ ছবিতে।
১৯৯১ সালের ‘চাণক্য’ নাটকে রাজা পোরাসের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেরা প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন এ অভিনেতা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত