প্রয়াত নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ১৪:২৬ | আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৭:৪৭

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের অবসানের পথিকৃৎ আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমাদের জাতির সাহসিকতার একটি অধ্যায়ের অবসান ঘটল, যার কারণে আমাদের এই প্রজন্ম স্বাধীন দক্ষিণ আফ্রিকা পেয়েছে।“
ডেসমন্ড ১৯৩১ সালের ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার ক্লার্কসডর্পে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। রোববার কেপটাউনের ওসিস ফ্রেইল কেয়ার সেন্টারে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত