প্রবীণ সাংবাদিক জাহিদুজ্জামান ফারুকের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া
প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ১৯:৪৪ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৩
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সদস্য ও দৈনিক অর্থনীতির সম্পাদক, প্রবীণ সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত