প্রধান উপদেষ্টা চিকিৎসা শেষে পুনরায় কাজে ফিরেছেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১৮:১৮ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:১৩

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য অস্ত্রোপচার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চিকিৎসা নিলেও শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে তিনি পুনরায় দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য ছোট অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন। শুক্রবার সকালে তিনি পুনরায় দায়িত্ব পালন করেন। চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই সময় প্যারিসে ছিলেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তার একটি ছোট অপারেশন হয়েছিল। তিন দিন পর ৮ আগস্ট দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ৮৫ বছর বয়সী এই নোবেলজয়ী অর্থনীতিবিদ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত