প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে মেহেরপুরে মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:০৯ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:১৩
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তাঘাট সহ দেশের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন, গ্রামে গ্রামে কমিউনিটি হেলথ সেন্টার করেছেন, মানুষের চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। শিশুরা ও মায়েরা সেখান থেকে বিনামূল্যে ঔষধ সংগ্রহ করছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য যেভাবে চিন্তা করছেন, মানুষের উন্নয়নের জন্য যেভাবে কাজ করছেন যা বিগত কোন সরকার করেনি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মঙ্গলবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হল মিলনায়তনে মেহেরপুর জেলা যুব মহিলা লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সম্পাদিকা এ্যাডভোকেট রুত শোভা মন্ডলের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সহধর্মিনী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলেছেন। মোনালিসা ইসলাম আরও বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছি। অনুষ্ঠানে মেহেরপুরের বিভিন্ন এলাকার মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
এ দিকে শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং তাঁর পত্নী সৈয়দ মোনালিসা ইসলাম সেখানে কেক কাটেন। এ সময় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা এ্যাডঃ রুত শোভা মন্ডল, সদর উপজেলা সভানেত্রী রোকসানা কামাল রুনু, ইউপি সদস্য রোজিনা আক্তার, মুজিবনগর উপজেলা সভানেত্রী তকলিমা খাতুন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হেসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত