প্রধানমন্ত্রী দুদককে জিরো টলারেন্সের নির্দেশনা দিয়েছেন: ওবায়দুল কাদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১৪:৫৩ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:১১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্নীতি যেই করুক, সেখানে সরকারের জিরো টলারেন্স... দুদককেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে জিরো টলারেন্স নির্দেশনা দিয়েছেন।’

বুধবার (২৬ জুন) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতির তদন্ত করার অধিকার দুদকের আছে এবং সে স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করেনি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টর্লারেন্স, কেউ দুর্নীতি করে ছাড় পাবে না।‘

এদিন বিদেশফেরত যাত্রীদের ব্যাগেজ সেবা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শাটল বাস সেবা উদ্বোধন করেন সড়ক পরিহন ও সেতুমন্ত্রী। আপাতত দুটি বাস বিমানবন্দরের ভেতর থেকে বিমানবন্দর রেলস্টেশন ও বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচল করবে।

সার্ভিস উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসি এখন লাভে আছে। আগামীতে এই যাত্রা আরও ভালো হবে। বিমানবন্দরের শাটল বাসের মাধ্যমে যাত্রীদের যাত্রা আরও সহজ হবে।’

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত