প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নন্দীগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২৯ মে ২০২২, ২০:২১ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:৫২

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি কর্তৃক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) বিকেল ৫ টায় দলীয় কার্যালয় হতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

 এরপর বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, সরফুল হক উজ্জল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মামুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক শাহীরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, সাধারণ সম্পাদক শুভ আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমুখ। অপরদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ এবং সাধারণ সম্পাদক শুভ আহমেদের নেতৃত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীবের নেতৃত্বে পৃথক বিক্ষোভ মিছিল বের হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত