প্রথম বিজ্ঞাপনেই বাজিমাত শচীন কন্যা সারার
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২১, ১১:৩৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার মডেলিংয়ে পা রেখেছেন। একটি নামি ফ্যাশন হাউজের বিজ্ঞাপনে মডেল হিসেবে প্রথমবারের মতো তাকে দেখা গেছে। বিজ্ঞাপনটি ঘিরে এরই মাঝেই তৈরি হয়েছে ক্রেজ। ভারতীয় তরুণ-তরুণীদের অনেকেই বিজ্ঞাপনটি স্ক্রিনশট শেয়ার করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সুপরিচিত সারা। প্রায়ই তাকে বিভিন্ন ছবি বা ভিডিও পোস্ট করতে দেখা যায় ইনস্টাগ্রাম ও টুইটারে। পেশাদার জীবনে পা রাখার আগে থেকেই সারার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ।
সারার প্রথম বিজ্ঞাপনের পারফরমেন্স দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অনেক ফলোয়ার। দীর্ঘদিন ধরেই সারার শোবিজে কাজ করতে চলেছেন এই গুঞ্জন ছিল। অনেকেরই ধারণা ছিল, লন্ডনে পড়াশোনা শেষে হয়তো তিনি পা রাখবেন বলিউডে। তবে তার আগেই বিজ্ঞাপনে অভিষেক হলো সারা টেন্ডুলকারের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত