আদমদীঘিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৮:২৩ |  আপডেট  : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৫১

সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক জীবন মান উন্নয়নের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে এই উপকরন ও মিল্কিং মেশিন বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. বেনজির আহমেদ, ডা. পূজা সাহা, প্রকৌশলী রিপন কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার রাশেদ, মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলাম প্রমুখ।

উল্লেখ্য: এবার সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ২৫ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ৫০টি ছাগল, ৫০টি ঢেউটিন, সিমেন্টের খুটি ১০০ টি, প্লাস্টিক ফ্লোরম্যাট ১২৫টি, প্রতি জনকে ২৫ কেজি দানাদার খাদ্য সহ ৭ টি মিল্কিং মেশিন ২৮০ পরিবারের মাঝে উপকরন বিতরণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত