প্রথম দিনে টাইগাররা ৯ উইকেটে তুলল ৩১০ রান

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ১৭:১২ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬

সিলেটে অনেক দিন পর সাদা পোশাকে খেলতে নেমেছিল টাইগাররা। তবে টেস্ট খেলাটা টেস্টের ধাঁচে খেলতে পারেনি নাজমুল হোসেন শান্তর। নিজেদের প্রথম ইনিংসের প্রথম দিনেই ৯ উইকেট হারিয়ে ৩১০ রান তুলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সামনে স্থির হয়ে দাঁড়াতে পারেনি টাইগারদের অধিকাংশ ব্যাটার।

তবে আলাদা করে নজর কেড়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৬৬ বলে ৮৬ রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন এই তরুণ ব্যাটার। তিনে নামা নাজমুল শান্ত ও চারে নামা মমিনুল হক দুজনেই ফিরেছেন ব্যক্তিগত ৩৭ রান করে। তবে মুমনিুল ৭৮ বলে করেছেন এই রান, আর শান্ত খেলেছেন টি-টোয়েন্টি মেজাজে। ৩৫ বলে তিনি ৩৭ রান তুলেছেন।
 
এরপর আর টাইগারদের কোনো ব্যাটার ৩০ রানের ঘর পেরোতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। এই সিরিজ দিয়ে আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে প্রবেশ করল বাংলাদেশ। ২০২৩-২০২৫ চক্রে নিউজিল্যান্ডেরও এটি প্রথম সিরিজ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এ ম্যাচ দিয়ে টেস্ট ফিরছে পাঁচ বছর পর। ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তর। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত