প্রথমবার দেখা দিল প্রিয়াংকা জোনাস কন্যা মালতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১৫:২২ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭

এবার মেয়েকে নিয়ে প্রকাশ্যে এলেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। প্রায় বছর খানেক মেয়েকে আড়াল করে রেখেছিলেন তিনি। ফলে প্রিয়াংকার মেয়েকে দেখা নিয়ে ভক্তদের মাঝে তুমুল আগ্রহ ছিল।

প্রিয়াংকা সারোগেসির মাধ্যমে এ কন্যা সন্তানের জন্ম দেন। হাসপাতালে একশো দিনের যুদ্ধে জয়ী হয়েছিল মালতী। এ কারণে মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে বাড়তি সাবধানী অভিনেত্রী।

এর আগে মেয়েকে পুরোপুরি ভক্তদের সামনে কখোনেই আনেননি তারকা দম্পতি নিক-প্রিয়াংকা। তবে এবার আর কোনো রাখঢাক নয়। প্রকাশ্যে মেয়েকে নিয়ে হাজির প্রিয়াংকা।

সাদা জামা, মাথায় সাদা ফুলের হেয়ার ব্যান্ড এই প্রথম ক্যামেরার সামনে মালতী। নিক জোনাস, নাকি প্রিয়াংকা, কার মতো দেখতে মেয়েকে-তা নিয়ে চলছে আলোচনা।

হলিউডের ‘ওআক অফ ফেম’ স্বীকৃতি পেলেন জোনাস। সেই অনুষ্ঠানে উপস্থিত পুরো জোনাস পরিবার। মঞ্চে পুরস্কার নিচ্ছেন মালতীর বাবা নিক। দর্শক আসনে মায়ের কোলে বসে মালতী। বাদামি বডিকন পোশাকে প্রিয়াংকা মায়ের কোলে বসা মালতী সেখানেই ক্যামেরাবন্দি হন প্রিয়াংকা-নিকের কন্যা মালতী। এই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

মেয়ের ত্বক কিংবা চেহারায় ভারতীয় ছাপ খুব একটা নেই। মালতীকে দেখা মাত্র সবাই বলছেন, মেয়েকে দেখতে একেবারে বাবার মতো। প্রিয়াংকা চোপড়া নিজের সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন।

এখন প্রিয়াংকা-নিক জোনাসের মেয়ে মালতীর ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভক্তরা প্রিয়াংকা-নিকের মেয়ের ছবি শেয়ার করছেন তাদের সোশ্যাল হ্যান্ডেলে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত