প্রথমবার একসাথে আরিফিন শুভ ও বিন্দু
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২২, ১০:৪৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২৯
প্রথমবারের মতো চরকির কোনো কনটেন্টে কাজ করছেন আরিফিন শুভ। সেই সঙ্গে দীর্ঘদিন পর কোনো কাজে দেখা যাবে লাক্স তারকা আফসান আরা বিন্দুকে। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় চরকি অরিজিনাল সিনেমায় দেখা যাবে তাঁদের। আগামী বছর ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। কিছুদিনের মধ্যেই শুরু হবে সিনেমাটির চিত্রধারণ।
বড়পর্দার জনপ্রিয় মুখ আরিফিন শুভ। ওটিটিতে নিজের কাজ নিয়ে বলেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করছি। কনটেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শকদের উপহার দেওয়ার। বাকিটা সৃষ্টিকর্তা ও দর্শকদের ওপর নির্ভর করবে।’
অনেক দিন পর কাজে ফিরছেন আফসান আরা বিন্দু। প্রায় আট বছর পর চরকির এই কাজের মধ্য দিয়ে তাঁকে পর্দায় দেখবেন দর্শক। কাজটি নিয়ে বিন্দু নিজেও ভীষণ সিরিয়াস ও উত্তেজিত। তিনি বলেন, ‘কাজটি ভালোভাবে শুরু করতে চাই। অনেক দিন পর কাজে ফিরছি, দর্শকদের মধ্যে কাজ দিয়ে পৌঁছাতে পারব ভেবে আবেগটাও অনেক বেশি কাজ করছে। এখন শুধু অপেক্ষা দর্শকদের কাছে কাজটি পৌঁছানোর।’
পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘ফিল গুড লাভ স্টোরি/ ফিল গুড রোমান্স জনরার হবে সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালো লাগার জার্নি হবে। যাঁদের জীবনে এমন ভালো লাগার মুহূর্ত ঘটেছে, তাঁরা নিজের জীবনকে সম্পৃক্ত করতে পারবেন এই গল্পের বিভিন্ন মুহূর্তের মাধ্যমে। আবার যাঁদের জীবনে এমন ভালো লাগার মুহূর্ত ঘটেনি, তাঁরাও চাইবেন এমন ভালো লাগার মুহূর্তগুলো তাঁর জীবনেও ঘটুক।’
পরিচালক আরও বলেন, ‘নেটওয়ার্কের বাইরে’র পর চরকির সঙ্গে এটা আমার দ্বিতীয় চলচ্চিত্র। এটি সুনির্মাণে আমার এবং আমাদের পুরো টিমের সর্বোচ্চ চেষ্টা থাকবে।’
নাম ঠিক না হওয়া চরকি অরিজিনাল সিনেমাটি প্রসঙ্গে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ২০২৩ সালটা চরকির জন্য খুব জরুরি একটা বছর হতে যাচ্ছে। এরই মধ্যে দর্শকদের মধ্যে কয়েকটি কনটেন্ট নিয়ে বিপুল সাড়া দেখা গেছে। সিনেমাটিও দর্শকের জন্য নতুন কিছু হতে যাচ্ছে। এখন পর্যন্ত চরকির সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট নেটওয়ার্কের বাইরে পরিচালনা করেছেন আরিয়ান। আবার সেই আরিয়ানের পরিচালনাতেই শুভ-বিন্দু জুটির নতুন কাজ আসছে অনেক বছর পর। যেটা চরকির পর্দায় দর্শকেরা দেখবেন, ভেবেই ভালো লাগছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত