প্রতীক- বিদ্যাসাগর
প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ১১:৫৪ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০২:২০
প্রদ্যোৎ কুমার হাজরা
--------------------------
এ এক প্রতীক, ভাঙতে গেলে,
পশু'র পেশী'র তাগত লাগে -
'আসলটা'কে ছুঁতে গেলে,
মানুষ হওয়ার,তলাশ্ আগে !
'বুদ্ধু' যখন 'বুদ্ধিজীবী',
'সহজ পাঠ 'এর, বিদ্যাসাগর !
প্রাজ্ঞতা ! রাজ'দম্ভ দেমাক্,
খ্যাঁকশিয়াল আর হুক্কোহুয়'র!
বৃষের রেচন মাখলে মাথায় ,
খুলির ঘিলু পয়দা কি হয় !
লাঠি ছেড়ে- তাঁর দু' চটির ,
নীচে'ই মাথা,ঠুকতে যে হয় !
অন্ধ'ও বোঝে সে কোন 'সাগর',
কুয়ো'ও জানে ব্যাপ্তিটাকে-
গোঁড়া মাথা, তাই কি ডরে,
আপোসহীন এই চরিত্রকে !
ধুতি,চাদর,ধুর্জটি শির ,
শাস্ত্র, টিকি, পৈতে অচিন-
টোল'এর গন্ডি ভেঙে বেড়ি ,
মুক্ত চেতনা, সাম্য, স্বাধীন !
লক্ষ মা'এর চোখের জলে ,
গড়ল কে গো এ 'ঈশ্বর'এ-
এমন ছেলের বুকটা ছাড়া -
ধরা'র-বেদন, ঘুচায় কে রে !
কোথায় আর গো,সে আচার্য
বিচার- আচার, জ্ঞান-বিজ্ঞানে-
আঁধার চেরা তরবারি যাঁর ,
শিরদাঁড়া দৃঢ় যুক্তি-মনন'এ !
ইতিহাসের প্রণাম যে পা'এ,
মূর্ত 'মানুষ'- নয় দেবতা'র-
বীর সিংহের দৃপ্ত চরণে -
দিশা-জাগরণ,ধুলায় দু' পা' র !
বলতে পারে 'সে'-ই পন্ডিত,
"শিকেয় ওঠাও, ধর্মগাথা-
ভ্রান্ত বুলির,বেদ বেদান্তে
বিচার দিয়ে,চালাও ঝাঁটা"!
ওগো,সে যে ভগীরথ-শঙ্খ-নিনাদ,
ভাষ্যে,চারণে,অভিজ্ঞা'এর-
ব্রতে বিদ্রোহী, বিশ্বে একক ,
প্রয়োগে,পালনে, পথিকৃত'এর !
তাই বুঝি ক্রোধ- 'শ্রেনীর' ডঙ্কা,
বাহুবলী'র লম্ফখানা-
যুক্তি, তর্ক, বিজ্ঞানে বেড়ি,
অন্ধকুপে'ই-হত্যা রচনা !
ওটা,পাথর নাকি ভাঙছো যারে,
দেখো,আগুন চোখে ফুটছে লাভা !
ক্লীবপুঙ্গব নরকের কীট ,
পুড়তে হবেই ,নাৎসী রাজা !
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত