প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ  করলো বাগেরহাট ফাউন্ডেশন

  বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৯ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৬:২০

শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছে বাগেরহাট ফাউন্ডেশন নামে একটি সেবা প্রতিষ্ঠান। রবিবার  (২৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট ফাউন্ডেশন সভাকক্ষে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাগেরহাট ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফিজ আল আসাদ। 

বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সহসভাপতি ফরিদা আক্তার বানু লুসি, দপ্তর সম্পাদক কল্লোল সরকার, নির্বাহী সদস্য কাজি শরিফুল ইসলাম সেলিম ও রতন নন্দী, অফিস সহাকারী মুরাদ মল্লিক প্রমূখ এসময় উপস্থিত ছিলেন। 

বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার বলেন, বাগেরহাট ফাউন্ডেশন বাগেরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিবন্ধী, হকার, পরিচ্ছন্নতাকর্মী, রিক্সাচালকসহ শ্রমজীবী শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। আজ (রোববার) প্রথম ধাপে শহর ও শহরতলীর ৫২ জন প্রতিবন্ধীকে কম্বল প্রদান করা হলো।

উল্লেখ্য, বাগেরহাট ফাউন্ডেশন একটি নিবন্ধিত অরাজনৈতিক সেবা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শিক্ষাবৃত্তি, গুণীজন সম্মাননাসহ বাগেরহাট জেলায় বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত