প্রকৃতির খেলা

  পলক রহমান 

প্রকাশ: ৭ মে ২০২৪, ১৬:২০ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:১৩

প্রকৃতির খেলা

পলক রহমান 

বৈশ্বিক ভাবেই তরল আগুন, সবুজ নিধন
বেড়েছে বলেই যে সূর্যের এতো তাপদাহ, 
বলছি না কেউ মানুষ জন্মের হার বেড়েছে
ঊর্ধাকাশে স্যাটেলাইট বাড়িয়েছে হিমবাহ।  

অবস্থানগত ভাবেই এপ্রিল-মে’তে সূর্য থাকে
ধরার কাছে, বাগিয়ে ঢালে আগুন ঝরা রোদ,
তালপাখায় মানত কি সে বাপ দাদাদের গরম
সূর্য মাথায়ও কাম করেছে হয়নি কষ্ট বোধ।

গরমের চেয়েও গরম এখন মিডিয়ার লেখায় 
কি ভাবে কে ভাইরাল হবে উদ্ভট সব তথ্যে,
এদের জন্যই আতংকতে বাড়ছে গাত্র জ্বালা
খুঁজছে কিসে গরম যাবে, প্রযুক্তি না- পথ্যে।

এর চেয়েও গরমের দেশ নেই কি এই বিশ্বে
থেমে আছে কি সে সব দেশের জীবনযাত্রা,
কি হবে যদি কাল থেকেই এই বাংলাদেশের
চলমান উষ্ণতা হয় চল্লিশ ডিগ্রী তাপমাত্রা।  

এমন উষ্ণতা নিয়ে তাই হাহাকার করা নয়
বরং সম্মুখে এগিয়ে যাওয়ার বাড়ুক প্রত্যয়,
বাড়ুক সবুজ বনানী, অটুট থাকুক জলাশয়- 
প্রকৃতির এই নীরব খেলায় না জাগুক সংশয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত