প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশ: ৩ জুলাই ২০২৪, ১৩:০০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:৫৪
গত ২৪ জুন গ্রামনগর বার্তায় প্রকাশিত ❝ সিলেটের ভূয়া ফেসবুক ৪ লাইভারের বিরুদ্ধে মালিক সমিতির বিবৃত্তি ❞ শিরোনামের সংবাদের সাথে ভিন্নমত পোষন করে প্রতিবাদ জানিয়েছেন ৪ সাংবাদিক। এই ৪ সাংবাদিক হলেন দৈনিক বিকাল বার্তা ও চ্যানেল ২৬ এর সিলেট বিভাগীয় ব্যুরোচীফ আব্দুল আলিম রানা, দৈনিক যুগ-যুগান্তর পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি লাকী আক্তার, দৈনিক যুগ-যুগান্তর পত্রিকার সিলেট ব্যুরোচীফ ও তালাশ টিভি ডট লাইভ এর সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান জুলহাস, দৈনিক ঢাকা পত্রিকার সিলেট ব্যুরোচীফ ও সিলেটের চিত্র পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মো: রায়হান হোসেন। প্রতিবাদ লিপিতে তারা উল্লেখ করেন তারা জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক।
তারা জানান, তথ্য যদি ভুল আর পুলিশ হয়রানির শিকার হয় তাহলে ২২ জুন সাগর রেস্ট হাউজ থেকে দুই পতিতাকে কিভাবে আটক করলো পুলিশ। সত্যতা হলোএ ব্যপারে পুলিশের একটি প্রেস বিজ্ঞপ্তি। যে সাংবাদিকদের নাম উল্লেখ করে চাঁদাবাজির অভিযোগ করে আইনি ব্যবস্থার কথা বলা হয়েছে তাদের একজন কামরুল হাসান জুলহাস তালাশ টিভির সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় দৈনিক যুগ-যুগান্তর পত্রিকার ব্যুরোচীফ ঘটনার দিন ও সময়ে তিনি গোলাপগয়ে ছিলেন, আরেক জন সিলেট চিত্রের সম্পাদক মন্ডলরীর সভাপতি ও জাতীয় দৈনিক ঢাকা'র সিলেট ব্যুরোচীফ সেও ছিলো ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরে তাহলে প্রেস রিলিজে তাদের নাম কিভাবে আসেেলা সেটা হোটেল মালিক সমিতির সত্যতা কি? আসলে ফেইক ইমেইল আইডি থেকে সিলেট দক্ষিণ সুরমা মালিক সমিতির নামে যারা বিবৃতি দিয়েছে তারা পতিতার দালাল ও ব্যবসায়ী। যাকে ভুয়া ফেসবুক লাইভার বলা হয়েছে সেই কামরুল হাসান জুলহাস এর সাংবাদিকতার বয়স ২৮ বছর এবং তিনি সিলেট সাংবাদিক ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত