পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১৪:২৬ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৩

পেরুর মধ্য উপকূলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা এ খবর জানিয়েছে। কিছু উপকূলীয় এলাকায় সুনামির আশঙ্কা রয়েছে।

ইউএসজিএস বলেছে, কম্পনটি অটিকুপা জেলা থেকে ৮.৮ কিলোমিটার দূরে আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় তীব্র কম্পন অনুভূত হবে। খবর এএফপি’র।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র আগের এক বুলেটিনে কোনো হুমকি নেই বলে জানালেও পরবর্তিতে সুনামির আশঙ্কার কথা জানায়। এতে বলা হয়, ‘কিছু উপকূলের জন্য বিপজ্জনক সুনামির ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ‘জলোচ্ছ্বাস’ জোয়ারের স্তরের ১ থেকে ৩ মিটার উপরে পৌঁছতে পারে।

প্রায় ৩৩ মিলিয়ন অধিবাসী নিয়ে পেরু তথাকথিত প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত। এটি আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রবল ভূমিকম্প প্রবণ একটি বিশাল এলাকা। প্রতি বছর এখানে শত শত ভূমিকম্প শনাক্ত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত