পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে: বাইডেন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১০:০৯ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৬

ইউক্রেনে এসে পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে মনে করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ কারণেই তিনি (পুতিন) ইউক্রেনে রাসায়নিক বা জৈবিক অস্ত্রের আশ্রয় নিতে পারেন।

সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি ব্যবসায়িক গোলটেবিল অনুষ্ঠানে বাইডেন বলেন, তার বিশ্বাস রাশিয়া এখন নতুন মিথ্যার আশ্রয় নিতে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তারা (রাশিয়া) বলছেন যে ইউক্রেনের জৈবিক এবং রাসায়নিক অস্ত্র রয়েছে। এটিই সুস্পষ্ট চিহ্ন যে তিনি (পুতিন) এই দুটিই (রাশিয়া ও ইউক্রেনের রাসায়নিয়ক-জৈবিক অস্ত্র) ব্যবহার করার কথা ভাবছেন।”

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর কর্মকর্তারা বারবার যুক্তি দেখিয়েছেন যে রাশিয়া এই ধরনের অস্ত্র ব্যবহারের আগে ইউক্রেনের রাসায়নিক অস্ত্রের মিথ্যা দাবি তুলতে পারে।

এর আগে মার্চের শুরুতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে সতর্ক করে বলেছিলেন- মস্কো যদি ইউক্রেনে রাসায়নিক বা জৈবিক অস্ত্র মোতায়েন করে তাহলে রাশিয়া তার পরিণতি ভোগ করতে হবে।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে মঙ্গলবার ২৭তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত