পিতার উদ্দেশে
প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ১২:৪৭ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৫১
অশোক বিশ্বাস
---------------------
পিতা, তুমি যে পথে হেঁটে গেছো সে পথে ছিল দিগন্তবিস্তৃত প্রজ্জ্বলিত আগুন
কখনও তুমি হেঁটে গেছো ধারালো তরবারির 'পর
তোমার নিরন্তর চলা দেখে থমকে দাঁড়িয়েছে মধুমতি পদ্মা
থমকে দাঁড়িয়েছে গোলাপ আর রজনীগন্ধাগুলো
বসন্ত এসে থমকে গেছে
দোয়েল,শ্যামা টিয়ে
তোমাকে ভালোবেসে গাইতে ভুলে গেছে গান
তোমার দিকে তাক করা শকুনের চোখ
তাক করা গোয়েন্দার বিষাক্ত আঙুল
তোমার দিকে তাক করা কালো আইন
লেলিয়ে দেয়া কুকুর, বিষধর সাপ
কিন্তু কি আশ্চর্য!
সেসব উপেক্ষা করে, জেল-জরিমানা মাথায় নিয়ে
তুমি হেঁটে গেছো নিরন্তর এক রক্তাক্ত সাগর
তুমি কলকাতা থেকে বুকপকেটে করে
যে সাদা পায়রা আর অসাম্প্রদায়িক চেতনা
সঙ্গে করে নিয়ে এসেছিলে পিতা
সে দুটি বহু দিন দু'হাতে উড়াতে চেয়েছো
কিন্তু সেই ওড়ার হাওয়া ছিল না আকাশে
চব্বিশ বছর লেগে গেছে সে পায়রা উড়তে
তুমি দীর্ঘ তেইশ বছর যেসব মাঠ-গ্রাম-নদী চষে বেড়িয়েছো
সেসব মাঠে আজ সবুজ ও সোনালি ফসল
সেসব গ্রামে আজ ফুটে আছে অজস্র ফুল ও ফল তোমারই নিজ হাতে লাগানো বীজে আজ বাংলার মাটি ভরে গেছে বিস্তীর্ণ সবুজে
নদীতে আজ তোমারই রেখে যাওয়া মাছ
বড় হয়ে সাঁতার কাটছে, সাঁতার কাটছে স্বাধীনতা
সমগ্র বাংলাদেশ আজ সেজেছে তোমার বুনে যাওয়া স্বপ্নে
তোমার স্বপ্নের বীজ দু-হাজার একচল্লিশে মহীরুহ হবে
পিতা, তোমার স্বপ্ন বাংলার মাটিতে ফুটে উঠছে আজ শতধারায়
তুমি, দেখে যাও, তুমি একবার দেখে যাও পিতা।
কিন্তু হে পিতা, তোমার হৃদয় পিঞ্জরে বসে তোমারই বিশ্বাসের তাজা রক্তে বড় হওয়া বাবলা--বনসাই
তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে
বুলেটে ঝাঁঝরা করেছে একদল বিপথগামী হায়েনা
সে দুঃখে
চিরকাল কাঁদে তোমার রেখে যাওয়া বাংলাদেশ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত