পিটিআইয়ের হাজারো নেতাকর্মী গ্রেফতার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১৪:২২ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের প্রায় ১ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ। পিটিআই নেতা ইমরানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের ঘটনায় তিনদিনে তাদের গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) এই খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

রাজধানী পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভী জানান, গত রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে মোট ৯৫৪ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়েছিল বলে জানায় সরকার।

এর আগে, বিক্ষোভকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের চার সদস্য নিহত হন।

আইনশৃঙ্খলা বাহিনী সাহসের সঙ্গে বিক্ষোভকারীদের দমন করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

ঘোষণা মতো পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মী মঙ্গলবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে প্রবেশ করেন। এর পর ইসলামাবাদের ডি-চকে জড়ো হন তারা। এ সময় বিক্ষোভকারীরা রেড জোন এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কঠোর হাতে দমন করে। এ সময় ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা।

এ সময় খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুর ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে পালিয়ে যান। এর পরই বিক্ষোভ স্থগিতের ঘোষণা দেয় পিটিআই।

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, রাজধানীতে প্রবেশ করার পর বিক্ষোভকারীদের ওপর বেআইনি ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত