পিছিয়ে গেল আরো এক পৃথিবী
প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ১২:২৩ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:০৩
ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের। কয়েক দিন আগে ছবিটির ট্রেলারও মুক্তি পায়। ট্রেলার মুক্তির সময় জানা যায়, আগামী ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। পরিচালক জানালেন, ‘ছবিটি মুক্তি দেওয়ার সব সিদ্ধান্ত চূড়ান্ত ছিল। কিন্তু শেষ মুর্হূতে এসে দেখলাম, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।’
চলতি বছরের মে মাসে জানা যায়, কলকাতার পরিচালকের ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ঢাকার তাসনিয়া ফারিণের। এ বছরের ৯ মে থেকে যুক্তরাজ্যের লন্ডন শহরে ছবির শুটিংয়ে অংশ নেন ফারিণ। তখন অভিনেত্রী জানান, ব্যাটে-বলে মিলে যাওয়াতেই ছবিটিতে অভিনয় করতে রাজি হন তিনি। এর আগে ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে ফারিণ প্রথম আলোকে বলেছিলেন, ‘কাজ করতে এসে মনেই হচ্ছে না যে আমি নতুন টিমের সঙ্গে কাজ করছি। এত সুন্দর পেশাদারভাবে কাজটি হচ্ছে। খুব উপভোগ করে কাজটি করছি আমি।’
‘আরও এক পৃথিবী’ ছবির মুক্তি পিছিয়ে যাওয়া সম্পর্কে পরিচালক অতনু ঘোষ বলেন, ‘ছবির গল্পে যেমন টুইস্ট থাকে, ছবি মুক্তির ক্ষেত্রেও মাঝেমধ্যে থাকে! আগামী দুই মাস লম্বা লাইন—বাংলা, হিন্দি, ইংরেজি, পরপর বহু প্রতীক্ষিত সিনেমা মুক্তি পাচ্ছে। তা ছাড়া কলকাতা চলচ্চিত্র উৎসবের কারণে নন্দনসহ আরও কিছু প্রেক্ষাগৃহে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শন বন্ধ থাকবে। যারা ছবির বিষয়ে আগ্রহী, তাদের দেখার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই “আরও এক পৃথিবী”র মুক্তি কিছুটা পেছাচ্ছে। নতুন মুক্তির তারিখ শিগগিরই জানানো হবে।’
পরিচালকের ফেসবুক পোস্ট দেখেই বোঝা যাচ্ছে, মূলত আগামী ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা বাংলা, হিন্দি ও হলিউড সিনেমার মিছিল দেখেই ছবি মুক্তি পিছিয়ে দিচ্ছেন তিনি। আর নতুন মুক্তির তারিখ কবে হতে পারে, সে বিষয়ে জানতে চাইলে বললেন, ‘জানুয়ারি অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছবিটি মুক্তির সিদ্ধান্ত মনে মনে চূড়ান্ত করেছি। এখন দেখা যাক।’
আগামী ডিসেম্বরে পশ্চিমবঙ্গে যেসব বাংলা সিনেমা মুক্তির অপেক্ষায় আছে, এর মধ্যে অনত্যম ‘হত্যাপুরী’। সন্দীপ রায় পরিচালিত ছবিটিতে প্রথমবারের মতো ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। গত শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটির টিজার।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত