পায়ে হেঁটে দুর্গা আসুক - রেজাউদ্দিন স্টালিন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১৫:১৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৫১
পায়ে হেঁটে দুর্গা আসুক
রেজাউদ্দিন স্টালিন
শারদীয়া সমাগত
দুর্গার দেখা নেই
দুর্গতিনাশিনী দুর্গরক্ষক
দশভূজা নারী
কই তাঁর সিংহবাহিনী
তারা সব চিড়িয়াখানায় বন্দী
তাঁর ত্রিশূল গদা ও কৃপাণ
প্রদর্শিত হচ্ছে জাদুঘরে
লক্ষ্মী তার পেঁচার খোঁজে ছুটছে দিগ্বিদিক
কিন্তু কোনো বাঁশবন নেই
যেখানে থাকবে তার সুপ্রিয় বাহন
সরস্বতী কি করে আসবে
কোনো জলাশয় নেই
যেখানে তার হংসযূথ ফেলবে নোঙর
নেই সেই গন্ধর্ব ময়ূর
সব অরণ্য উজাড়
কার্তিকের কণ্ঠে তীব্র হতাশার কেকা
সব মাঠ রিক্ত রসায়ন
কীটনাশকের গন্ধে পালিয়েছে
গনেশের বিখ্যাত ইঁদুর
রণাঙ্গনে একাই অসুর -অকাল বোধনে মত্ত
কে তাকে থামাবে
কে তার বুকের মধ্যে ভল্ল গেঁথে দেবে
ছিন্নমস্তা মাতঙ্গী চণ্ডী ত্রিশূল হস্তে
এবার শরতে পায়ে হেঁটে দুর্গা আসুক
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত