পাশে দাঁড়াই

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২২, ১০:১১ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯

সুমন্ত রায় 
----------------


পূণ্যভূমি সিলেট এখন
বানের জলে ভাসছে 
হঠাৎ এমন বন্যা হবে
কেউ কখনো ভাবছে। 

প্রবল স্রোতে গ্রামগুলো ভাই 
আজ তলিয়ে যাচ্ছে 
মানুষের এই কষ্ট দেখে 
হৃদয়টা যে কাঁদছে। 

স্কুল-কলেজ মসজিদ-মন্দির 
ডুবে যাচ্ছে জলে
যেদিক তাকাই থৈথৈ পানি 
খাবার জল নেই কলে। 

স্রোতের টানে ভেসে যাচ্ছে 
গাড়ি-বাড়ি সবই
কে যে কোথায় হারিয়ে যায় 
খবর নেইতো কারোই।  

আসুন সবাই পাশে দাঁড়াই 
মানবতার হোক জয়
বাঙালি যে বীরের জাতি 
জেগে উঠবে নিশ্চয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত