পাশের দেশ আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে, আমরা সংখ্যালঘু নই: দেবাশীষ রায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১৮:১৭ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:২৪

আমরা সংখ্যালঘু নই, আমরা এ দেশের নাগরিক বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য দেবাশীষ রায় মধু। পাশের দেশ ভারত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকদের নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। 

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আন্তঃধর্মীয় সম্প্রীতি পরিষদ (আসপ) বাংলাদেশ আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এতে বক্তারা হিন্দু ধর্মীয় নানা আন্দোলন ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তৃতা করেন।

দেবাশীষ রায় মধু বলেন, ‘আমরা কিছুদিন ধরে দেখছি পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। যুগ যুগ ধরে আমরা শান্তিমতো বসবাস করছি। আমাদের সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না। আমরা সম্প্রীতির মধ্য দিয়ে দেশ গড়ব। আমরা সংখ্যালঘু নই, আমরা এ দেশের নাগরিক।’

এছাড়াও সাবেক ছাত্রদল নেতা সুরঞ্জন ঘোষ বলেন, ‘দেশের সংকট যখন ঘনীভূত হয় তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির পাশে এসে দাঁড়ায়। আমরা এরশাদকে হটিয়েছিলাম, হাসিনাকেও সরিয়েছি। তাই তারা এখন সাম্প্রদায়িকতা দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা আমাদের সম্প্রীতি নষ্ট করতে চায়। তাদের সফল হতে দেওয়া যাবে না। আপনারা ঐক্যবদ্ধ হোন।’

জগন্নাথ হল ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক এবং হিন্দু ধর্মীয় কল্যাণ স্ট্রাস্টের ট্রাস্টি সমীর কুমার বসু বলেন, ‘সংখ্যালঘুদের দিয়ে এদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে ভারত সরকার। চিন্ময় প্রভুপাদকে প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে দিয়ে দেশকে অস্থীতিশীল করতে চায়। এ দেশে কোনো সংখ্যালঘু নেই, কোনো সংখ্যাগুরু নেই, আমরা সবাই বাংলাদেশি।’

সমাবেশে আজমীর হোসেন পাইলট বলেন, ‘বিএনপির বাবু গয়েশ্বর চন্দ্র রায় যখন আহত হন, বিশ্বজিৎকে যখন কুপিয়ে আহত করা হয় তখন ভারতের বিবৃতি দেখা যায় না, যখনই তাদের তাঁবেদার পালিয়ে গেল, তখনই তারা অস্থিতিশীল করার প্রয়াসে লিপ্ত হলো।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত