পালিয়ে গেলে

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১৫:০০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৪৫

নিতাই চন্দ্র দাস
-----------------


সেই দিন তুমি এসেছিলে
 দীপ জ্বালা মোর বাতায়নে,
দখিন হাওয়া বইছিল
ঝিরঝিরে আনমনে।

তারার পানে চেয়ে চেয়ে
মন আমার উদাস হয়ে
হারিয়ে গিয়েছিল
দূর দূরান্ত বিচরণে।

হঠাৎ বাইরে দেখি অন্ধকারে
দাঁড়িয়ে আছ চুপটি  করে,
ডাকতেই তোমায় 
পালিযে গেলে দূর বনে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত