পারিবারিক কবর স্থানে চির নিদ্রায় শায়িত হলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৬ মে ২০২১, ১৯:৪০ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩

বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের দাফন সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার (০৬মে) বিকেলে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামস্থ মরহুমের পারিবারিক কবর স্থানে চির নিদ্রায় শায়িত করা হয় তাকে। এর আগে গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের নামাজে জানাজায়, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, পুলিশ ‍সুপার কে এম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইঞা হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাড. তালুকদার মনিরুল হক, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, শরণখেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেব নাথ, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচ এম শাহিন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম আবুবকর সিদ্দিক, বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি আবুল হাশেম শিপন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিনসহ বাগেরহাট জেলা ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহন করেন।

প্রিয় এই নেতাকে শেষ বারের মত দেখতে গোয়ালমাঠ মাধ্যমিক বিদ্যালয় মাঠ ধর্ম-বর্ণ নির্বিশেষে কয়েক হাজার হাজার মানুষ সমবেত হয়। জানাজে শেষে বাগেরহাট জেলা আওয়ামী লীগে, কচুয়া উপজেলা আওয়ামী লীগ, কচুয়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে সম্মান জানান হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০৫ মে) বিকেল পৌনে পাঁচটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দুই মেয়ে, দুই ছেলে ও তিন স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন রেখে গেছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সর্বপ্রথম কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালেও তিনি একই দলের প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০১৯ সালের সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয়বারের মত তিনি কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।এর আগে তিনবার পরপর তিনি রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে জনপ্রতিনিধি হিসেবে জীবন শুরু করেন তিনি।যুবক বয়সে বাংলাদেশ বর্ডার গার্ড সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন এসএম মাহফুজুর রহমান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত