পাপারাজ্জিদের আমন্ত্রণ জানিয়েছেন রণবীর-আলিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৩, ১৬:২৩ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৮

গত ৬ নভেম্বর প্রথমবারের মতো মা হয়েছেন আলিয়া ভাট। রণবীর কাপুর-আলিয়া ভাটের ঘর আলো করে এসেছে কন্যাসন্তান রাহা। তারকার সন্তান মানেই পাপারাজ্জিদের ছবি তোলার মরিয়া চেষ্টা। আজকালকার দিনে সন্তানকে ‘লুকিয়ে’ রাখা কতটা কঠিন, তা তারকামাত্রই জানেন। তবে আলিয়া-রণবীরের চেষ্টার কমতি নেই। সম্প্রতি এ জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন তারকা দম্পতি।

সম্প্রতি এক ঘরোয়া অনুষ্ঠানে মুম্বাইয়ের পাপারাজ্জিদের আমন্ত্রণ জানান রণবীর-আলিয়া। সেখানে হাজির ছিলেন রণবীরের মা নীতু কাপুরও। কেন এই আমন্ত্রণ, জানা ছিল না আলোকচিত্রীদের। তবে তাদের বিস্ময় ঘোর কাটছিল না, যখন রণবীর নিজেই যেচে তাদের মেয়ের ছবি দেখান!

তাঁদের উদ্দেশ্য পরিষ্কার হয় একটু পরেই। মেয়ের ছবি দেখানোর পর সবাইকে রণবীর অনুরোধ করেন, বাইরে গেলে রাহার ছবি যেন না তোলেন পাপারাজ্জিরা। আলিয়া ও রণবীর জানান, আপাতত মেয়ের কোনো ছবি প্রকাশ করবেন না—এই নীতি নিয়েছেন তাঁরা। আলোকচিত্রীদের অনুরোধ করেন তাঁদের এই নীতির প্রতি শ্রদ্ধা দেখানোর। অনুষ্ঠানে হাজির ছিলেন মুম্বাইয়ের অন্যতম পরিচিত আলোকচিত্রী বিরাল ভায়ানি। তিনিই ইনস্টাগ্রামে ঘটনাটি জানিয়েছেন। সঙ্গে দিয়েছেন আলিয়া, রণবীর ও নীতু কাপুরের ছবি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত