পাপনের ২৭ ধরনের নথি তলব করে বিসিবিতে চিঠি দুদকের

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৮:১৩ | আপডেট : ২ মে ২০২৫, ১৬:৪৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দুর্নীতি খোঁজে পূর্বাচলে স্টেডিয়ামে নির্মাণ, বিপিএলের খরচ, বিদেশি কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরনের নথি তলব করে ক্রিকেট বোর্ডে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একযুগ ধরে বিসিবির ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল পাপনের। সংস্থাটির কাছে অভিযোগ রয়েছে, বিসিবির সাবেক এই সভাপতি শুধু ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা।
পাপনের অবৈধ সম্পদের অর্জনের পাশাপাশি বিসিবির দায়িত্ব থাকাকালের দুর্নীতিও খুঁজছে দুদক। এবার পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, বিদেশি কোচ নিয়োগে খরচ, আইসিসির মেগা আসরে খরচসহ দুর্নীতির তথ্য পেতে ২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক।আগামী ৭ কার্যদিবসের মধ্যে নথিপত্র সরবারাহ করতে বলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত