পাথর ছুড়ে মারার বিষয়টি নাকচ করলেন ইমরান হাশমি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৮ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:০৯

ফাইল ছবি

ভারতের জম্মু-কাশ্মীরে বলিউড তারকা ইমরান হাসমির আক্রমণের শিকার হওয়ার যে খবর ভারতীয় গণমাধ্যমে ছড়িয়েছে, তা নাকচ করেছেন এ অভিনেতা। মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ‘গ্রাউন্ড জিরো’ সিনেমার শুটিংয়ের ফাঁকে পাহেলগাঁওয়ের মূল বাজারে ঘুরতে বের হলে তাঁকে লক্ষ্য করে এক ব্যক্তি পাথর ছুড়েছেন।

বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে এক টুইটে ইমরান হাসমি লিখেছেন, ‘কাশ্মীরের মানুষের হৃদয় স্নেহে পূর্ণ, শ্রীনগর ও পাহেলগাঁওয়ে খোশমেজাজে শুটিং করছি আমরা। আমাকে পাথর ছুড়ে মারার যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়।’
বলিউডের অভিনেতা ইমরান হাসমি এখন ভারতের জম্মু-কাশ্মীরে। সেখানে নতুন সিনেমা ‘গ্রাউন্ড জিরো’র শুটিংয়ে ব্যস্ত তিনি। ছবিটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেনাদের ওপর নির্মিত। এর আগে এই ছবির শুটিং শ্রীনগরে হয়েছিল। ইমরান ১৪ দিনের মতো শ্রীনগরে ছিলেন। শ্রীনগরের এসপি কলেজে তিনি শুটিং করেছিলেন। কথা ছিল যে ইমরান তাঁর ভক্তদের সঙ্গে দেখা করবেন। কিন্তু কোনো কারণবশত তা সম্ভব হয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত