পাথরের ধবল শিশুরা

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:৪২

সাইফুল ভূঁইয়া
--------------------

তাদের চোখের কথা মনে পড়ে।
হায়, পাথরের শিশুরা!
দেখছিলো আমাকে।

শিশুদের চোখের জলে 
হয়েছে ধলাই নদী
পাথরেরা দল বেঁধে ডুবে থেকে 
আকণ্ঠ জলে করছিলো আহাজারি।

আমাদের বিদায়-কান্না চেয়ে চেয়ে দেখেছিলো  
প্রাগৈতিহাসিক শ্বেত উট 
চিবিয়ে খাচ্ছিলো আমার অস্থিতে ঘুমন্ত নীরবতা। 

হায়! পাথরের ধবল ধবল শিশুরা!
কবিদের জন্য তাদের উৎকণ্ঠা 
যারা ঘর-ছাড়া মাছেদের জ্ঞাতি
দিয়েছিলো কথা, এনে দেবে শ্যাওলা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত