শক্ত প্রতিরোধের মুখে তালেবান

পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিয়ে তুমুল সংঘর্ষ: অগ্রগতির দাবি তালেবানের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৪ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্চশির উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে তালেবানের সঙ্গে আহমেদ মাসুদের যোদ্ধাদের তীব্র সংঘর্ষ চলছে। তালেবান দাবি করেছে, তারা কোনো কোনো এলাকা দিয়ে উপত্যকার ভেতরে ঢুকে পড়েছেন।

শুক্রবারের সংঘর্ষে উভয় পক্ষের কয়েকশ’ যোদ্ধা নিহত হয়েছেন বলে আফগানিস্তানের বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে। আহমেদ মাসুদের বাহিনীও তালেবানের বিরুদ্ধে যুদ্ধে অগ্রগতি অর্জনের দাবি করেছে।

প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছেন, তারা শত শত তালেবানকে হত্যা করার মাধ্যমে এই বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছেন। তাদের একজন মুখপাত্র বলেছেন, তারা ৫০ জন তালেবানকে বন্দি করেছেন এবং পাঞ্জশির উপত্যকার বাইরের কিছু এলাকা দখল করেছেন। তবে তালেবানের একজন মুখপাত্র দাবি করেছেন, তারা পাঞ্জশিরের ভেতরে প্রবেশ করেছেন এবং ‘শত্রু’ মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

আগস্ট মাসের গোড়ার দিকে তেমন কোনো প্রতিরোধের শিকার না হয়েই মাত্র ১১ দিনের ব্যবধানে প্রায় গোটা আফগানিস্তান দখল করে তালেবান। তবে এই প্রথম তারা কোনো এলাকা দখলের জন্য বড় রকমের প্রতিরোধের সম্মুখীন হয়েছেন। পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিয়ে আহমেদ মাসুদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী তালেবান প্রতিনিধি আমির খান মুত্তাকি বৃহস্পতিবার জানান, আলোচনা ব্যর্থ হয়েছে এবং তালেবান যোদ্ধাদেরকে হামলা চালানোর নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, পতিত আশরাফ গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ পাঞ্জশির থেকে পালিয়ে গেছেন বলে যে গুজব ছড়িয়েছিল তা নাকচ করে দিয়েছেন খোদ সালেহ। তিনি ফার্সি ভাষায় বিবিসির কাছে পাঠানো এক ভিডিও বার্তায় দাবি করেছেন, তিনি এখনো পাঞ্জশিরেই রয়েছেন এবং তালেবান বিরোধী ‘প্রতিরোধ যুদ্ধে’ তার অংশগ্রহণ রয়েছে।

আমরুল্লাহ সালেহ দাবি করেন, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ‘সন্ত্রাসীরা’ আমাদের ওপর হামলা করেছে এবং আমরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। তবে একটি লাইব্রেরির ভেতরে রেকর্ড করা ভিডিও বার্তাটি দেখে পাঞ্জশিরে তার উপস্থিতির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করলে প্রেসিডেন্ট গনি দেশ ছেড়ে পালিয়ে যান। আমরুল্লাহ সালেহ কাবুল ত্যাগ করলেও তার অবস্থান নিয়ে এতদিন অস্পষ্টতা ছিল। এবার তিনি নিজেই জানান দিলেন যে, তিনি পাঞ্জশিরে আশ্রয় নিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত